Malda: রাস্তা বেহাল, অবরোধে গ্রামবাসীরা, হুমকি বৃহত্তর আন্দোলনের

আরও পড়ুন

ইংরেজবাজার ক্লাবের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শহীদ মোড়ের রাস্তা বেহাল দীর্ঘদিন। সামান্য বৃষ্টিতেই গোটা রাস্তা পরিণত হয় নর্দমায়। গ্রামবাসীদের দাবি, রাস্তা মেরামতের কথা স্থানীয় জনপ্রতিনিধি, যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে জানানো সত্ত্বেও তারা নির্বিকার। আজ, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

রাস্তা মেরামতির দাবিতেই গ্রামবাসীরা আন্দোলনে নেমেছেন বলে অভিযোগ। দীর্ঘক্ষন চলে এই বিক্ষোভ আন্দোলন। অভিযোগ, দীর্ঘ চার বছর যাবৎ বেহাল অবস্থায় রয়েছে শহীদ মোড় থেকে ইসলামপুর। সেইসঙ্গে ইসলামপুর থেকে নতুন যদুপুর পর্যন্ত প্রায় দু’কিলোমিটার সড়ক। স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হলে তারা জানিয়েছিলেন-“এই রাস্তার টেন্ডার হয়ে গেছে”।

কিন্তু অভিযোগ, টেন্ডারের কয়েকমাস পরেও রাস্তা মেরামতের কাজ শুরু না হওয়ায় দুটি এলাকার অগন্তি। বর্ষার সময় চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। উল্লেখ্য, যদুপুর হাইস্কুল, সোনাতলা প্রাথমিক বিদ্যালয় এবং বেশ কয়েকটি মাদ্রাসা এবং নার্সারি স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে নিয়মিত যাতায়াত করে। রাস্তা কর্দমাক্ত হয়ে থাকার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যার মুখে পড়তে হয়। এমতাবস্থায়, রাস্তা মেরামতের দাবিতে রবিবার সকালে গ্রামবাসীরা শহীদ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, আগামীতে রাস্তা মেরামতের কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। শহীদ আলি, গ্রামবাসী বলেছেন,

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close