বাড়িতে অভাব অনটনের ছবি স্পষ্ট। সামান্য হাট ব্যাবসায়ী। মা গৃহিণী। আর এই অভাব অনটনকে দূরে সরিয়ে তাদের একমাত্র ছেলে অমিত দেবনাথ আজ অল ইন্ডিয়া আই আই টি (IIT) -তে ৫৮ তম স্থান দখল করে নিয়ে রায়গঞ্জের নাম ভারতবর্ষের মানচিত্রে ছাত্র হিসেবে আবারও তুলে ধরলেন। কিন্তু পড়াশুনায় বাঁধ সেধেছে আর্থিক অনটন। আর এই আর্থিক অনটনকে দূর করতে এগিয়ে এলেন রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী।
তিনি সোমবার অমিতের উদয়পুরের বাড়িতে গিয়ে অমিত ও অমিতের পরিবারকে জানিয়ে এলেন তার আগামী তিন বছরের পড়াশোনার সমস্ত খরচ বহন করবে তার সংস্থা কল্যাণী গ্রুপ অব ইন্ডাস্ট্রি। এদিন কৃষ্ণ কল্যাণী অমিতের হাতে এক লক্ষ টাকার একটি চেক প্রাথমিকভাবে তুলে দেন। এদিন চেক প্রদানের পাশাপাশি অমিতকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন। কি বলে শুভেচ্ছা জানালেন কৃষ্ণ কল্যাণী শুনব-