North Bengal : লাল সতর্কতা জারি উত্তরবঙ্গের ৫ জেলায়

আরও পড়ুন

টানা ভারী বর্ষণের ফলে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষ। এমন সময় আলিপুর আবহাওয়া দফতর উত্তর বঙ্গের ৫ জেলায় জারি করল লাল সতর্কতা। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এই ৫ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এই ৫টি জেলায় রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, কালিংপং-সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কোচবিহার, আলিপুরদুয়ার এই দু’জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই দুই জেলায়।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান- দক্ষিণবঙ্গে সেরকম মেজর বৃষ্টির কোন সম্ভাবনা নেই। যেটা হবে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা। সাধারণত বৃষ্টি যেহেতু হবে না ফলে তাপমাত্রা সামান্যভাবে বাড়বে এবং আদ্রতা জনিত যে অস্বস্থি সেটাও আরেকটু বাড়বে। চলতি মাসের ৩০তারিখের পরে জুলাই মাসের ১তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে হয়তো একটু অনুকূল অবস্থা ফিরবে।

ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close