রায়গঞ্জের বিধানমঞ্চে চলছে সাতদিন ব্যাপী ভাগবত পাঠের অনুষ্ঠান। মুখ্য প্রবক্তা হিসেবে উপস্থিত হয়েছেন বৃন্দাবন থেকে আসা কৃষ্ণচন্দ্র শাস্ত্রী। মারোয়ারি মারোয়ারী সমাজের সদস্য ওম প্রকাশ আগরওয়ালার প্রচেষ্টায় এই ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দৈনিক ভগবত-এর এক একটি অধ্যায় পাঠের পাশাপাশি নাটকের মাধ্যমে প্রাণবন্ত করে তোলার প্রচেষ্টা নিয়েছেন উদ্যোক্তারা। রবিবার চতুর্থ দিনে শ্রীকৃষ্ণের জন্ম লীলার ওপর পাঠ অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মকে সমাজের সর্বস্তরের মানুষের পাশাপাশি যুব সমাজের কাছে তুলে ধরাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।