Siliguri : বিধায়কের রাজ্য ভাগের মন্তব্যের বিরোধিতায় শিক্ষকরা

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে ৪৫ দিনের জন্য গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। যেহেতু দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা মাত্রা ছড়িয়েছিল,উত্তরবঙ্গে ছিল শীতের স্নিগ্ধতা,তাই শিলিগুড়ির বিজেপি বিধায়ক রীতিমতো ফুঁসে উঠে যখন বিদ্যালয়গুলিতে টানা ছুটির বিরোধিতা করে পৃথক উত্তরবঙ্গ রাজ্য চেয়েছেন ঠিক সেই সময় পথে নামল তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন।

উল্লেখ্য,মাত্র ক’দিন আগেই শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদে স্মারকলিপি দিতে এসে স্থানীয় শিলিগুড়ির বিধায়ক অভিযোগ করে বলেন, কলকাতাকেন্দ্রীক নিয়ম তৈরি করে উত্তরবঙ্গের বিদ্যার্থী এবং অভিভাবকদের জন্য ‘গড় নিয়ম’ চাপাতে চাইছে রাজ্য সরকার। প্রসঙ্গত, এই সব কারণেই উত্তরবঙ্গকে বার বার আলাদা রাজ্য করার দাবি উঠে এসেছে বলে দাবি করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। কি বলছেন শুনব-

এই বক্তব্যের প্রতিবাদে সোমবার সরব হল দার্জিলিং জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি।এদিন প্রাথমিক শিক্ষা সংসদের সামনে এসে বিজেপি-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শিক্ষক সমিতির দার্জিলিং জেলার সভাপতি সুপ্রকাশ রায় অভিযোগ করেন, সম্প্রতি এমন মন্তব্য করে উত্তরবঙ্গ ভাগ করার চক্রান্তকে সুড়সুড়ি দিচ্ছেন বিজেপি বিধায়ক । সূত্রের খবর, এদিন বিক্ষোভের পর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির কলেজ সংলগ্ন এলাকায় এক ধিক্কার মিছিলে সামিল হয় দার্জিলিং জেলা তৃণমূল শিক্ষক সমিতির সদস্যরা।

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close