Chopra : চা বাগান ঘিরে দুইগোষ্ঠীর মধ্যে বিবাদ

চোপড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চা বাগান ঘিরে বিবাদ

0
80
Tea Garden Dispute at Chopra

চা বাগানের পাতা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। জখম বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাঁসখালি নামক এলাকায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। সূত্রের খবর বাঁধা ও মারধর করার অভিযোগ আসে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত জমির মালিক পক্ষ মার্চ মাসের ১৬ তারিখে মজিবুর হক ও নইবুল হকের কাছ থেকে ১০৪ শতক চা বাগান ২১ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় মহঃ ইসমাইলের ছেলেরা। জমি কেনার সময় স্থানীয় কিছু প্রভাবশালীদের প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা কাটমানি দিতে হয় ইসমাইলের ছেলেদের। এমনকি জানা গিয়েছে রেজিস্ট্রি করার সময় প্রায় ১০.৫০ শতক জমি কম দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার সকালে চা বাগানের পাতা তুলতে বাধা দেয় প্রধানের স্বামীর লোকজন। আবার কাটমানি বাবদ টাকা দাবি করে বলে অভিযোগ। এই ঘটনায় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সূত্রে জানা যাই দুই পক্ষের বচসা চলাকালীন প্রধানের লোকজন মারধর করে বলে অভিযোগ ইসমাইলের পরিবারের সদস্যদের। এই ঘটনায় ইসমাইল সহ তারা ছেলেরা জখম হন। এই ঘটনায় মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী হামেদুল রহমানের পাল্টা সাফাই। তিনি বলেন ”রেজিস্ট্রি হয়েছে, ওখানে ঝামেলা হওয়ার কোনো কথা নেই ”। তবে কাটমানির নেওয়ার বিষয়ে কিছু বলতে চাননি তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।