শুক্রবার ভোর বেলা থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলে শুরু হয়েছে ইসকনের রথযাত্রা। স্থানীয় বুদ্ধ ময়দানে জগন্নাথ দেবের নাম গানের পাশাপাশি চলছে প্রসাদ বিতরণের ব্যবস্থাও। আগামী ৯ জুলাই, শনিবার উল্টো রথ পর্যন্ত এই উৎসব চলবে বলে ইসকন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
রথযাত্রার উৎসবে শামিল হয়েছেন অসংখ্য ধর্মপ্রাণ হিন্দু ধর্মাবলম্বীর মানুষ। 8 থেকে 80 সব বয়সের মানুষেরাই রথের দড়ি স্পর্শ করতে শেষ চেষ্টা করেছেন।
আসানসোলের বুদ্ধ ময়দান থেকে মায়া লাহিরীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।