রায়গঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিলনপাড়ার বাসিন্দা অভিজিৎ মোদকের বাড়িতে গত ২৬ মে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই দুর্ঘটনাতে তার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়।
সূত্রের খবর, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঘটনাটি ৭ নম্বর ওয়ার্ডের প্রতিনিধির কাছে জেনে অভিজিৎ মোদকের বাড়িতে ছুটে যান। তাকে কিছু সামগ্রী দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যও করেন এবং সব সময় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।