Jalpaiguri: সততার নজির গড়লেন ‘বনানী’-র কর্মীরা

আরও পড়ুন

হারিয়ে যাওয়া সোনার হাতের বালা পর্যটককে ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন এক সরকারি পর্যটক আবাসের কর্মীরা। মেটেলি ব্লকের মূর্তির পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের ‘বনানী’ নামক পর্যটক আবাসের কর্মীরা এক সততার নজির গড়লেন।

গত ১৭ মে শিলিগুড়ির শক্তিগরের বাসিন্দা দেবাংশু বাগচী তার বৃদ্ধা মা হাসি মিত্র বাগচী সহ স্ত্রী ও ছেলেকে নিয়ে বনানীতে আসেন। পরের দিন তারা বনানী থেকে বের হয়ে যান ঝালং-এর উদ্দেশ্যে। তারা যাওয়ার পর বনানীর কর্মীরা তাদের ঘর পরিষ্কার করতে এলে তারা একটি সোনার হাতের বালা বিছানার ওপর বালিশের নীচে পরে থাকতে দেখেন। এরপরই কর্মীরা সেই বালাটি তাদেরকে দেওয়ার জন্য রেখে দেন। এরপর বনানীর কর্মী আফসার আলী পর্যটকদের ফোন করে বিষয়টি জানান। বৃহস্পতিবার তারা ঝালং থেকে বনানীতে এসে ওই বালাটি নিয়ে যায়।

সূত্রের খবর, সোনার বালাটি বৃদ্ধা হাসি মিত্র বাগচীর হাতে ছিল। তার হাত থেকে যে বালাটি তার অজান্তেই খুলে যায় তিনি তা বুঝতেই পারেননি। সোনার বালাটি ফিরে পাওয়ার পর হাসি মিত্র বাগচী বলেন, “এই সোনার বালা যে ফিরে পাবো সেটা ভাবতেই পারিনি। বর্তমান সময়েও যে সৎ মানুষ আছে এটা তারই পরিচয়। কর্মীদের এই সততায় আমরা মুগ্ধ। বর্তমানে একটি সোনার বালার দাম প্রায় ৬০ হাজার টাকা।”

বনানীর কর্মী আফসার আলী বলেন,”পর্যটকদের পরিষেবা দেওয়াই আমাদের কাজ। বালাটি পাওয়ার পরেই আমরা তাদের ফোন করে জানাই। এদিন তাদের সম্পত্তি আমরা তাঁদেরকেই ফিরিয়ে দেই।”

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close