স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধুর। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। এই ঘটনার পর অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, অগ্নিদগ্ধ ওই গৃহবধূর নাম অঞ্জু সিংহ। প্রায় ১২ বছর আগে স্থানীয় বাসিন্দা নাগা সিংহের সঙ্গে বিয়ে হয় অঞ্জু দেবীর। বর্তমানে তাদের ছোট দুই কন্যা সন্তান রয়েছে। ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারনে শারীরিক ও মানসিক অত্যাচার করত তার স্বামী। বৃহস্পতিবার সকালে মারধর করা হয় ওই গৃহবধূকে। স্বামীর প্রতিদিনের অত্যাচার সহ্য করতে না পেরে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরে গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।
Apurba Barman, Reporter, Dakshin Malda