দীর্ঘ দিন ধরে অসুস্থ। শরীরে বাসা বেঁধেছে একাধিক রোগ। চিকিৎসাও দীর্ঘ দিন করাচ্ছেন। কিন্তু রোগ সারছে না। যার ফলে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। গতকাল রাতেই সিদ্ধান্ত নেন জীবন শেষ করে দেবেন। এর জন্য গত রাত থেকে একাধিকবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তবে পরিবারের সদস্যদের কড়া নজরদারির জন্য তা সম্ভব হয়নি। সোমবার দিনের আলো ফুটতে পরিবারের সদস্যরা ভেবেছিলেন দিন হয়েছে আর হয়তো আত্মহত্যার চেষ্টা করবেন না। সকাল হতেই পরিবার সব কাজে ব্যস্ত হয়ে পড়ার সুযোগেই সিঁড়ি ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এক ব্যক্তি। মৃতের নাম লোকেশ বেসরা (৪৪)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বাঁধবঙ্গী খরাইল এলাকায়। তিনি পেশায় কৃষক ছিলেন। এদিকে বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
Bappa Halder, Reporter, Dakshin Dinajpur