মালদার ইংরেজবাজারের বিবিগ্রাম এলাকার বাসিন্দা বেনজির পারভেজের একটি আবাসনে সোনার গয়না চুরির অভিযোগ উঠল তার পরিচারিকার বিরুদ্ধে। পুরাতন মালদার দরগাপাড়া এলাকায় বসবাস করেন জলি বিবি নামের ওই পরিচারিকা। এই ঘটনায় ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বেনজির পারভেজ। পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করে ওই পরিচারিকাকে।
বেনজিন পারভেজ জানান, জলি বিবি তার বাড়িতে বাচ্চাকে দেখাশোনার কাজ করত । তার অজান্তেই প্রায় এক মাস আগে থেকেই আলমারি থেকে একটু একটু করে সোনার গয়না হাতিয়ে নিচ্ছিল ওই পরিচারিকা বলে অভিযোগ। কয়েকদিন আগে তিনি আলমারি খুললে লক্ষ্য করেন, তার সমস্ত গয়না উধাও। এই ঘটনায় জলি বিবির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলে ইংরেজবাজার থানার পুলিশ তল্লাশি চালায় জলি বিবির বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় ১৮৩ গ্রাম ওজনের সোনার গয়না। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালালে অভিযোগ স্বীকার করে নেন ওই পরিচারিকা।
ফোর্টিন টাইমলাইন, ইংরেজবাজার, মালদা।