Partha-Arpita SSC Scam : নবান্নতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে সরানো হল নামের ফলক

আরও পড়ুন

নবান্নে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে খোলা হল তাঁর নাম ফলক। বৃহস্পতিবার তার পদ খারিজের পর নবান্নে তাঁর ঘরের নাম ফলকও খুলে ফেলা হয়।

সূত্রের খবর, নবান্নের দোতলার একটি অফিসঘরে বসতেন পার্থ চট্টোপাধ্যায়। সেই ঘরের বাইরেই তাঁর নেমপ্লেট ঝোলানো ছিল। তাঁর মিনিস্ট্রির পোর্টফোলিও ছিল সেখানে। নবান্নে মাঝেমধ্যে যখন পার্থবাবু আসতেন, তখন এই ঘরেই বসতেন। সাংবাদিকদের সঙ্গে কথাও বলতেন এই ঘর থেকেই। এছাড়া অফিসের কাজকর্মও করতেন এখানেই।

ফোর্টিন টাইমলাইন, নবান্ন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close