Durgapur : সংশোধনাগারের পাঁচিল টপকে পালাল ৩ আসামী

আরও পড়ুন

রবিবার দুপুরে দুর্গাপুর মহকুমার উপ সংশোধনাগারের পাঁচিল টপকে পালায় তিন বিচারাধীন বন্দি। সেই উপ সংশোধনাগারে রাখা হয়েছিল অন্ডালের পেট্রোল পাম্পে ডাকাতি কাণ্ডের আসামী ভুবন নিয়োগী, খুনের আসামী মহম্মদ শাহাবুদ্দিন এবং নেপাল মিদ্দা। তল্লাশি চালিয়ে সোমবার ভোর রাতে মলানদিঘির জঙ্গল থেকে ভুবন নিয়োগী নামের এক আসামীকে ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ। তাকে সঙ্গে নিয়ে বাকি দু’জন আসামীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

সম্পূর্ণ ঘটনার খবর পেয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসার এসিপি সুমন জয়সওয়াল। ভুবন নিয়োগীকে সঙ্গে নিয়েই বাকি দুই ধৃত মহম্মদ শাহাবুদ্দিন এবং নেপাল মিদ্দার খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশি সূত্রে খবর, এরা সকলেই অন্ডালে পেট্রল পাম্প ডাকাতির ঘটনায় অভিযুক্ত। উপ সংশোধনাগারে রেখে এদের বিচারপ্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই তিনজনের পালানোর ঘটনায় নিঃসন্দেহে পুলিশ ও জেল কর্তৃপক্ষের উপর চাপ বেড়েছে।

ফোর্টিন টাইমলাইন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close