কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্য গোয়েন্দা সংস্থার গাড়ি। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। এই ঘটনায় দুই সি আই ডি (CID) অফিসারের মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুর মোড়ে ২ নম্বর সড়কের উপর। তবে, এই ঘটনা ঘটল কি করে এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, মৃত ওই দুই CID অফিসারের নাম প্রশান্ত নন্দী ও সন্তোষ সরকার। মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান থেকে কলকাতায় ফিরছিল ওই গোয়েন্দা সংস্থার গাড়ি। এদের মধ্যে DSP পদমর্যাদার অফিসার ছিলেন প্রশান্ত নন্দী। সন্তোষ সরকার ছিল সিভিক ভলান্টিয়ার। বিষয়টি স্থানীয়দের চোখে পড়তেই তড়িঘড়ি তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকেরা দুই অফিসারদের দেখে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে সেই গাড়ির চালক এখন বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের অনুমান, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েই এমন দুর্ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, পূর্ব বর্ধমান।