রক্ত দিয়ে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি এঁকে তাক লাগলেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ছেলে সুরজিৎ। পুরো নাম সুরজিৎ রায়। বয়স ২১ বছর। ছোট থেকে বরাবরই ছবি আঁকতে ভালোবাসেন তিনি। উচ্চমাধ্যমিকের পর থেকে ছোটদের আঁকাও শেখায় সুরজিৎ। তার স্বপ্ন মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার। তাঁর নানারকমের কাজ ছোট থেকেই সুরজিৎকে অনুপ্রাণিত করে।
সূত্রের খবর, কিছুদিন আগেই সুরজিৎ অসুস্থ ছিলেন। সেই সময় তাকে রক্ত পরীক্ষা করতে হয়েছিল। সেখান থেকেই তিনি রক্ত সরিয়ে রেখেছিলেন বলে খবর। সেই রক্ত দিয়েই তিনি মুখ্যমন্ত্রীর ছবি এঁকেছেন। সেই ছবি তাঁর হাতেও তুলে দেবেন সুরজিৎ। তিনি মুখ্যমন্ত্রীকে কোনও নতুনত্ব জিনিস দেওয়ার কথা ভাবছিলেন। তখনই সুরজিৎ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকেই তিনি তার ছবি আঁকার জন্য রক্ত জোগাড় করেন। নিজের রক্তই জোগাড় করে ছবি আঁকাও সম্পূর্ণ হয়েছে তার। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর হাতে তাঁর আঁকা ছবি তুলে দেবেন সুরজিৎ।
ফোর্টিন টাইমলাইন, পূর্ব বর্ধমান।