Durgapur : মুখ ও বধির মেয়ের বিয়ে দিলেন তিন বধূ

আরও পড়ুন

এক মূক ও বধিরের বিয়ে দিয়ে তাক লাগলেন দুর্গাপুরের তিন গৃহবধূ। সেই তিন গৃহবধূর প্রচেষ্টায় বিয়ে হল মূক ও বধির যুবতীর। দীর্ঘদিন ধরেই তার সংসার করার ইচ্ছে ছিল। কিন্তু, মূক ও বধির হওয়ার কারনে বিয়ে হচ্ছিল না মেয়েটির। তার সেই সাধই পূরণ করলেন তিন গৃহবধূ।

সূত্রের খবর, সেই তিন গৃহবধূর নাম মণি চৌধুরী, বুলু মণ্ডল এবং শম্পা গিরি। তাদের বাড়ি দুর্গাপুরেই । তারা কিছুদিন আগেই সেই মেয়েটির কথা জানতে পারেন। মেয়েটির নাম রাখি দাস। দুর্গাপুরের মায়াবাজার সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকেন। তারা সেই খবর পেয়ে তার জন্য পাত্র খোঁজা শুরু করেন। অবশেষে তারা এক পাত্রের খোঁজ পেয়েও যান। সেই পাত্রেরও কথা বলায় কিছু সমস্যা রয়েছে। কিন্তু, মানুষ হিসেবে ছেলে খুবই ভালো। তারা সেই পাত্রের সঙ্গে মূক ও বধির রাখি দাসের বিয়ে দিয়ে এক অনন্য নজির গড়লেন।

ফোর্টিন টাইমলাইন, দূর্গাপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close