রবিবার বিশ্ব পরিবেশ দিবসকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন আসানসোল ডিভিশনের ডাক ও তার বিভাগের কর্মীরা। এদিন পশ্চিম বর্ধমানের আসানসোলের বুধার সরকারি আবাসনে বৃক্ষ রোপণ করা হয়। ওই গাছগুলিকে সুরক্ষিত রাখতে বাঁশ দিয়ে ঘেরাও দেওয়া হয়।
আসানসোলের ডাক ও তার বিভাগে বিভাগের তরফে জনপ্রিয় লাহিড়ী বলেন, নিখাদ ছুটির দিনটিতে অলস সময় না কাটিয়ে বৃক্ষরোপণ করলেন। ভারত সরকারের উদ্যোগে এবং আসানসোলের ডাক ও তার বিভাগের সহযোগিতায় তারা বুধার সরকারি আবাসন বৃক্ষরোপন করেন।
এদিনের অনুষ্ঠানে জনপ্রিয় লাহিড়ী ছাড়াও উপস্থিত ছিলেন সৌমিত্র চক্রবর্তী, তপন লো, দুলাল রায়, তপন বন্দ্যোপাধ্যায়, যোগিন্দর প্রসাদ, সহকারি স্টেশন ম্যানেজার শ্রী বেরা, দেবব্রত বিশ্বাস প্রমুখ।
জনপ্রিয়বাবু ‘টাইমস ফোর্টিন বাংলা’-কে জানান, তারা বুধার আবাসনে ২৬টি বৃক্ষরোপণ করেছেন আসানসোল মুখ্য ডাকঘরে চল্লিশটি সহ মোট ৬৬ টি বৃক্ষরোপণ করেন। এদিন শ্রী লাহিড়ী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমগ্র মানবজাতিকে বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, চারদিকে বায়ুদূষণ সমানে চলছে। বৃদ্ধি পাচ্ছে নানান ব্যাধি।এমতাবস্থায় একমাত্র গাছ-ই পারে মানুষ সহ প্রাণীকূলকে রক্ষা করতে। তাই শুদ্ধ বাতাস গ্রহণের জন্য গাছ লাগানোই শ্রেষ্ঠ বলে মনে করেছেন জনপ্রিয়বাবু।
ফোর্টিন টাইমলাইন, বুধা, আসানসোল।