মঙ্গলবার সকালে ভোরের ঘুমে আচ্ছন্ন সবাই। ঠিক সেই সময় ডায়মন্ড হারবার (Diamond Harbour) থানার বাটা পেট্রল পাম্পের সামনে পরে থাকতে দেখা গেল এক ব্যক্তির মৃতদেহ, মৃত সেই ব্যক্তির গায়ে রয়েছে উর্দি। পরিচয় জানার পর চক্ষু চড়কগাছ।
সূত্রের খবর, ওই ব্যক্তির নাম সমীর দাস। বয়স আনুমানিক ৫০। বাড়ি হাওড়া জেলায়। তিনি ডায়মন্ড হারবার থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) ছিলেন। কর্মসূত্রেই সেখানেই তিনি থাকতেন বলে জানা গিয়েছে। সোমবার রাতে তার ‘ডিউটি’ ছিল সরিষা হাই স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নীতীশ ঢালি। বাড়ি ফেরার পথে কোনও দুর্ঘটনার কবলে পড়েছিলেন কিনা সমীরবাবু তা নিয়ে তদন্ত এবং অনুমান দু’ই করছে পুলিশ। জাতীয় সড়কের পাশে এমন দুর্ঘটনা হওয়ায় সেখানে থাকা সি সি টিভি ফুটেজ থেকে কিছু তথ্য সংগ্রহ করা যায় কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে। এমন খবর পেয়ে শোকাহত পরিবার এবং সহকর্মীরা ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।