গঙ্গারামপুর শহরের বাঁধমোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সকাল থেকেই ঘটনাস্থল পরিদর্শন করছেন বিভিন্ন রাজনৈতিক দল। শনিবার সকালে গঙ্গারামপুরের সাতটি দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এদিন তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের সঙ্গে কথা বলে পুরসভা থেকে সরকারি সুবিধা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সাতটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির গঙ্গারামপুরের মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ-সহ বিজেপি নেতৃত্বরা। তিনি দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহায়তার আশ্বাস দেন।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।