Jalpaiguri : অন্তঃসত্ত্বা নাবালিকা, কাঠগড়ায় বান্ধবীর বাবা

আরও পড়ুন

বান্ধবীর বাবাই ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করল এক নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বেলাকোবায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সচুয়াল অফেন্সেস এক্ট-২০১২ (POCSO) আইনের মামলা রুজু করেছে।

সূত্রের খবর, ঘটনাটি দেড় মাস আগে ঘটে গেলেও ভয়ে বিষয়টি তার পরিবারকে জানাতে পারেনি ওই কিশোরী। প্রতিবেশী বান্ধবীর বাড়িতে নিয়মিত খেলার জন্য যেত সে। অভিযোগ, একদিন রাতে তার বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে কুপ্রস্তাব দেয় ওই ব্যক্তি। তাতে রাজি না হওয়ায় কিশোরীর মুখ চেপে পাশের একটি গাছতলায় নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত বলে কিশোরীটি পুলিশকে জানিয়েছে। এই ঘটনাটির কথা কাউকে জানালে তাকে ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত ব্যক্তি। ভয়ে বিষয়টির কথা পরিবারের কাউকে না জানানোয় তার শারীরিক পরিবর্তন দেখে তার মায়ের সন্দেহ হয়। পরীক্ষা করাতেই সে যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে তার প্রমাণ মেলে। এরপরেই পরিবারের সদস্যদের সব কথা খুলে জানায় ওই কিশোরী। তার পরিবারের সদস্যরা এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, বেলাকোবা, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close