ওল্ড দিঘা সি-হক গোলার ঘাটে সমুদ্র সৈকতে স্নান করতে নেমে প্রাণ হারালেন এক পর্যটক। মৃত ওই পর্যটকের নাম কল্যাণ দাস, বয়স ৪৮ বছর। কলকাতার চারু মার্কেট থানা এলাকার বাসিন্দা তিনি।
পরিবার সূত্রে খবর, শনিবার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে দিঘা বেড়াতে আসেন কল্যাণবাবু । রবিবার সকালে কল্যাণবাবু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে একাই সমুদ্রে স্নান করতে নেমে এমন দুর্ঘটনার কবলে পড়েন।
পরিবারের লোকজনের দাবি, আচমকাই জলের তলায় তলিয়ে যান তিনি । সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু হয় সি-বিচে। এরপর পরিবারের সদস্যরা মিলে খবর দেন থানায় । সমুদ্রে নামানো হয় নুলিয়াও। এর কিছুক্ষণ পর তল্লাশি চালালে তাকে জল থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে দিঘা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ফোর্টিন টাইমলাইন, দিঘা, পূর্ব মেদিনীপুর।