Purba Medinipur : জুতোতে সোনার বাট পাচার করতে গিয়ে যুবক ধৃতজুতোতে সোনার বাট পাচারের আগেই পাকড়াও দাসপুর থানার শ্রীপুর গ্রামের এক বাসিন্দা । জুতোর মোজার ভেতরে সোনার বাটগুলি গুজরাতে পাচার করার পরিকল্পনা করে ওই যুবকের। জুতোর মোজার ভেতরে তিনটি সোনার বাট লুকিয়ে রেখে মারুতি গাড়ি করে পাঁশকুড়া মেচোগ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ খাটুয়া নামের ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মোচাগ্রামে অভিযান চালায় পাঁশকুড়া থানার পুলিশ। এরপরেই সেই যুবককে আটক করা হয়েছে।
পুলিশি সূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম বিশ্বজিৎ খাটুয়া। দাসপুর থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা তিনি। অভিযুক্তের কাছ থেকে ২৭০ গ্রাম ওজনের তিনটি সোনার বাট উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
মঙ্গলবার গভীররাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে খড়গপুর অভিমুখে যাওয়া একটি মারুতি গাড়ি দেখলে সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি অভিযান চালায়। প্রথমে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু উদ্ধার করতে না পারলেও, দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর ২৭০ গ্রাম ওজনের তিনটি সোনার বাট বাজেয়াপ্ত করে। অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার তমলুক জেলা আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর।