Tamluk: পাচারের আগেই আটক ৪০০ কেজি গাঁজা

আরও পড়ুন

পাচার করার আগেই ৪০০ কেজির গাঁজা আটক করল রাজ্য গোয়েন্দা দফতর। সিমেন্টের গাড়িতে করে গাঁজার পাচার করতে চেয়েছিল পাচারকারীরা। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ৪১ নম্বর জাতীয় সড়কের সোনাপোতিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় লড়িটিকে আটক করেন আধিকারিকেরা। এরপরই সেই লরি থেকে উদ্ধার করা হয় ১২ বস্তা গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

সূত্রের খবর, উদ্ধার হওয়া গাঁজা ওড়িশা থেকে ডানকুনিতে পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারীরা। শুক্রবার সোনাপোতিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় থেকে লরির চালককে আটক করা হয়। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৪০০ কেজি গাঁজা, কিন্তু খোঁজ মেলেনি পাচারকারীদের।

ফোর্টিন টাইমলাইন, তমলুক।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close