মঙ্গলবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলের একটি বাজি কারখানায়। এমন ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং গুরুতরভাবে আহত হয়েছেন আরও ৭জন। এদিন দুপুরে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
পুলিশি সূত্রের খবর, ওই বাজি কারখানায় বাজি তৈরির পাশাপাশি বোমা তৈরি করা হ’ত। সেই বোমা তৈরি করতে গিয়েই কোনোভাবে ফেটে এমন ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। যার জেরে এলাকার রাস্তায় ছড়িয়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ। একবারে ধ্বংস্তুপের আকার নিয়েছে ওই বাজি কারখানাটি। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-সহ দমকলবাহিনী। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চলছে এখনও। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫ জন বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতরভাবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তড়িঘড়ি খবর পেয়ে দুর্ঘটনার তদন্তভার সি আই ডি-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত ওই বাজি কারখানার মালিক ওড়িশায় পালিয়ে গিয়েছে বলে জানা গেছে। তার খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, এগরা, পূর্ব মেদিনীপুর।