লরির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ল এক মাছ ভর্তি লরি। ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক কাঁথির নিকটবর্তী জালালখাঁবাড় এলাকায়। এই ঘটনার ফলে রাস্তাজুড়ে পড়ে রয়েছে লক্ষাধিক টাকার মাছ।
সূত্রের খবর-অন্য গাড়ির সঙ্গে মাছবোঝাই লরির সংঘর্ষের ফলে এমন ঘটনা ঘটেনি। অনুমান করা হচ্ছে, গাড়ি চলার সময় হঠাৎই টায়ার ফেটে যায়। টায়ার ফেটে যাওয়ার কারনেই উল্টে যায় ওই মাছ বোঝাই লরিটি। স্থানীয় বাসিন্দারা বলেন, আচমকাই টায়ার ফেটে যাওয়ায় লরিটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার জেরেই গোটা রাস্তায় মাছ ছড়িয়ে পড়ে। তারা এসে গাড়ি চালকের সঙ্গে সেই মাছ উদ্ধারে সাহায্য করেন।
ফোর্টিন টাইমলাইন, দিঘা, পূর্ব মেদিনীপুর।