পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নিমতৌড়িতে ব্রাউন সুগার সহ দু’জনকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। ধৃত দুজনের কাছ থেকে ২৭৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। ধৃত ওই দুই ব্যক্তির নাম গৌতম মিশ্র, শেখ সাফিজুল (অলিয়াস ন্যাড়া)।
সূত্রের খবর, পুলিশের কাছে গোপন খবর আসে দুই সন্দেহ ভাজন ব্যক্তি নিমতৌড়িতে ১১৬ নম্বর জাতীয় সড়ক এলাকায় ঘোরাফেরা করছে। এরপর পুলিশের একটি টিম ধৃতদের আটক করে তল্লাশি চালানোর সময় ধৃতদের কাছ থেকে এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কোথা থেকে এই ব্রাউন সুগার কেনা হয়েছে ও করা কারা এর সঙ্গে জড়িত সেই বিষয়ে তদন্ত চালাবে পুলিশ। লাগাতার ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
ফোর্টিন টাইমলাইন, পূর্ব মেদিনীপুর।