Purba Medinipur : নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কাঁথির সরকারি শিক্ষক

আরও পড়ুন

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) এবার ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কাঁথির এক সরকারি শিক্ষক। স্থানীয় এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষক হয়ে তিনি বিভিন্ন সরকারি দফতরে চাকরি করিয়ে দেওয়ার নাম করে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে প্রায় কয়েক কোটি টাকা নিয়ে প্রতারণা করেছেন। রবিবার তার খোঁজ পাওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, অভিযুক্ত ওই শিক্ষকের নাম দীপক জানা। তিনি কাঁথির ১৭ নম্বর ওয়ার্ডের করকুলি এলাকায় বাস করেন। তিনি কাঁথির দেশপ্রাণ ব্লকের বিছুনিয়া জগন্নাথ মন্দির বিদ্যাপীঠের ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতেন। দীর্ঘদিন যাবৎ তার এই নিয়োগ সংক্রান্ত প্রতারণা চক্রের জাল শুধু কাঁথিতেই নয় অন্যান্য জেলাতেও ছড়িয়েছিল। অভিযোগ, তিনি বিভিন্ন বেকার যুবক-যুবতীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কোটি টাকা নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। পুলিশ এমন অভিযোগ পেতেই কাঁথির এই প্রতারক শিক্ষককে গ্রেফতার করেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত।

ফোর্টিন টাইমলাইন, পূর্ব মেদিনীপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close