কাঁথি পুরসভা থেকে উধাও হয়ে গেল সারদা কাণ্ডের (Sarada case) ফাইল। এমনই অভিযোগ করেছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান।
সূত্রের খবর, এমন অভিযোগ সামনে আসতেই রবিবার আলিপুর প্রেসিডেন্সি জেলে গিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনকে জেরা করল কাঁথি থানার আইসি-সহ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পাঁচ সদস্য। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই সারদা তদন্তের রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত,সারদাকর্তা সুদীপ্ত সেন অভিযোগ করেছিলেন, কাঁথিতে সারদার আবাসন প্রকল্পের জন্য তাঁর থেকে কয়েক কোটি টাকা নেন শুভেন্দু অধিকারী। সুদীপ্ত সেনের এই অভিযোগের পরই বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগী হয় কাঁথি পুলিশ। সেই সূত্র ধরে তদন্ত শুরু করতে গিয়ে প্রথমেই হোঁচট খেল কাঁথি পুলিশ। কাঁথি পুরসভার চেয়ারম্যান অভিযোগ করেন পুরসভা থেকে উধাও হয়ে গিয়েছে সারদা আবাসন প্রকল্পের ফাইল। এই অভিযোগ সামনে আসতেই সুদীপ্ত সেনকে জেরা করার সিদ্ধান্ত নেয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। রবিবার কাঁথি থানার আইসি সহ জেলা পুলিশের ৫ সদস্য বেলা ১১ টা নাগাদ যান আলিপুর প্রেসিডেন্সি জেলে। সেখানে গিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে জেরা করেন।