ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ বছরের এক যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নীলকুন্ঠ্যা গ্রাম পঞ্চায়েতের উত্তর হরশঙ্কর এলাকায়। সূত্রের খবর, মৃত ওই বাইক আরোহীর নাম দীপ ঘেরা। বয়স ১৮ বছর।
সূত্রের খবর, শুক্রবার রাতে ৩ বন্ধু একই সঙ্গে বিয়েবাড়ি যাচ্ছিলেন। উত্তর হরশঙ্কর গ্রামের একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা লাগে বাইকটির। যার জেরে গুরুতর ভাবে জখম হয় ওই ৩ যুবক। তড়িঘড়ি স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে তমলুক জেলা হাসপাতালে স্থান্তরিত করা হয়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকেরা দীপ ঘেরাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন।
সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাইকের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এমন দুর্ঘটনার কবলে পড়েছেন ওই ৩ যুবক।
ফোর্টিন টাইমলাইন, তমলুক।