Purba Bardhaman : অ্যাসিড ছুঁড়ে প্রাক্তন স্ত্রী-র মুখ, মাথা, পুড়িয়ে দিল স্বামী !

আরও পড়ুন

অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা। কাঠগড়ায় কাজল মন্ডল নামে এক মহিলার প্রাক্তন স্বামীর নাম উঠে এসেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। অভিযুক্তের নাম কাজল মন্ডলের প্রাক্তন স্বামী গোবিন্দ বিশ্বাস। এঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, গোবিন্দ বিশ্বাস নামের ওই ব্যক্তি আচমকাই কাজল মণ্ডল নামের ওই মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারলে প্রথমে দিশেহারা হয়ে পড়েন ওই মহিলা । পরে যন্ত্রণার চোটে আর্ত চিৎকার শুরু করেন কাজল।তার ওই চিৎকার শুনে ছুটে আসেন কাজলের বর্তমান স্বামী। স্ত্রীকে গুরুতর জখম অবস্থায় কাতরাতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। অ্যাসিড হামলার কারণে তার মাথা এবং মুখের অধিকাংশই পুড়ে যায় এবং ক্ষত- বিক্ষত হয় পায়ের কিছু অংশও। বর্তমানে তিনি সেই হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানিয়েছেন, গোবিন্দ বিশ্বাস নামের ওই ব্যক্তির সঙ্গে কাজল মণ্ডলের ডিভোর্স হলে এলাকার অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন সেই মহিলা। গোবিন্দ বিশ্বাসের সঙ্গে কাজল মণ্ডলের বৈবাহিক জীবন সুখের হয়নি। প্রায়ই অশান্তি লেগে থাকার কারণে ডিভোর্স হয় দু’জনের মধ্যে।

কাজল মণ্ডলের দ্বিতীয় বিয়ে তার প্রাক্তন স্বামী মেনে নিতে না পারায় তার উপর হামলা চালিয়েছেন বলে আক্রান্ত মহিলার অভিযোগ। কালনা থানায় কাজল মণ্ডলের প্রাক্তন স্বামীর গোবিন্দ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, কালনা, পূর্ব বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close