কালীপুজোর দিন সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ি উল্টে মৃত্যু হয় তিনজনের। এই ঘটনায় গুরুতর জখম হয় গাড়ির চালক। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের উপর রামনগর থানার বালিসাই এলাকায়। মৃতরা হলেন ৩৪ বছর বয়সের সৌরেন প্রধান, ৪০ বছর বয়সের কাঞ্চন সাহু ও ২৪ বছর বয়সের গৌতম দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামনগর থানার পুলিশ।
পুলিশি সূত্রে খবর, কাঁথির মাজনা এলাকা থেকে থেকে সোমবার রাতে দীঘা যাবেন বলে বেরিয়েছিলেন ৪ জন। কিন্তু বালিসাইয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। তারপর সেটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে ছুঁটে গিয়ে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির চালক রঞ্জন দেবনাথ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। বাকি তিনজনকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদের পরিবারে খোঁজ দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মৃতদেহগুলির ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
রামনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ চিন্না জানিয়েছেন, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। তার জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, পূর্ব মেদিনীপুর।