খাদিকুল বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ৫ জন থেকে বেড়ে হল ৯ জন- এ। এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে স্থানীয় মানুষ আশঙ্কা করছেন। এই ঘটনায় রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিলেও বিজেপির রাজ্য সভাপতি এই ঘটনার তদন্তে এনআইএ-র হাতে তুলে দেওয়ার দাবি করেছেন। এনআইএ-কে তদন্তের ভার দেওয়ার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাদের। কালিয়াগঞ্জকাণ্ডের মতো পুলিশকে গ্রামবাসীদের হাতে নিগৃহীত হতে হয়। এমন বিস্ফোরণের ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এখনও মৃতদেহগুলি উদ্ধারের কাজ জারি রয়েছে। তবে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় রীতিমতো সকল স্তব্ধ গোটা এগরা।
ফোর্টিন টাইমলাইন, এগরা, পূর্ব মেদিনীপুর।