একটি যাত্রীবোঝাই টোটোকে ধাক্কা মেরে পালিয়ে গেল ট্রেলার। তাতেই মৃত্যু হল ১ মহিলা যাত্রীর। সেইসঙ্গে টোটো চালক-সহ আহত হয়েছেন ২ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের উল্লাশ মোড় এলাকার ২ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেইসঙ্গে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালের পুলিশ মর্গে।
সূত্রের খবর, যাত্রীবোঝাই টোটোটি সিগন্যাল ভেঙে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে একটি ট্রেলার পেছন থেকে এসে টোটোটিতে ধাক্কা মারে। তাতেই টোটো থেকে দুই মহিলা যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। তাদের মধ্যে একজনের ওপর দিয়ে সেই ট্রেলারটির চাকা চলে যায়। ফলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। টোটো চালকের সঙ্গে অন্য যাত্রীও গুরুতরভাবে আহত হন। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমন দুর্ঘটনার জেরে কিছুক্ষণ জাতীয় সড়কের ওপর যানবাহন চলাচল থমকে যায়। এরপর, দুর্ঘটনাগ্রস্ত টোটোটি জাতীয় সড়ক থেকে সরিয়ে রাস্তা ফাঁকা করে পুলিশ। কিন্তু, তারা ট্রেলারটিকে ধরতে ব্যর্থ হয় বলে অভিযোগ। যদিও চালককে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, উল্লাশ মোড়, পূর্ব বর্ধমান।