পুরুলিয়া মেডিকেল কলেজে করোনার থাবায় আক্রান্ত ৫৮ জন পড়ুয়া। কলেজ থেকে পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ কতৃপক্ষ। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার মেডিকেল কলেজ চত্বরে। করোনার আশঙ্কা বাড়ছে রাজ্যে। কলেজ চত্বরে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে বলে জানিয়েছেন।
মেডিকেল কলেজেই করোনার শিকার হওয়াতে চিন্তিত স্বাস্থ্যদফতর। পুরুলিয়া মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের অনলাইনেই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
বাধ্যতামূলক মাস্ক পড়ার নির্দেশ জারি করেছে কলেজ কতৃপক্ষ। হাসপাতাল চত্বরে সকলকেই মাস্ক পড়ার অনুরোধে ক্যাম্পাস চালানো হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, পুরুলিয়া।