বুধবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ-সিরাফ সহ একজনকে গ্রেফতার করে ।ধৃত ওই ব্যক্তি বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা । তার নাম প্রদীয়মান যাদব ওরফে পদু। বয়স আনুমানিক ২২ বছর।
ডালখোলা শহরের একটি ওষুধের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত ধৃতসহ তিন জন। বাকি দু’জন পলাতক। তারা বিহার থেকে নিষিদ্ধ কাফ সিরাপ দোকানে নিয়ে এসে জেলার বিভিন্ন জায়গায় পাচার করত। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। গতকালই তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে। বিচারক তাকে চারদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ইসলামপুর জেলার পুলিশ সুপার সচিন মক্কর পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ।
ইসলামপুর পুলিশ জেলার তদন্তকারী অফিসারদের আশা ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার চক্রের পান্ডাকে ধরা সম্ভব।
ফোর্টিন টাইমলাইন,ডালখোলা, উত্তর দিনাজপুর।