Raiganj: সুকান্ত মজুমদারকে গৃহবন্দি রাখার প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ শহরে

আরও পড়ুন

দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গৃহবন্দি রাখার প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ চলল রায়গঞ্জ শহরে। শনিবার বিজেপি-র উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর মন্ডলের তরফে রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এদিন রায়গঞ্জের মহাত্মা গান্ধী রোডে থাকা বিজেপি-র জেলা কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। রায়গঞ্জ জেলা আদালতের মূল প্রবেশদ্বার নেতাজি সুভাষ রোড থেকে ঘুরে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ করে দলীয় কর্মী সমর্থকরা।

বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের অভিযোগ, গত দু’দিন যাবত রাজ্যের বিভিন্ন জায়গায় একটি বিশেষ শ্রেণির মানুষ বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করেছে। গাড়িতে অগ্নিসংযোগ, বিজেপি কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই দলীয়কর্মীদের পাশে দাঁড়াবার জন্য সেখানে যেতে চাইলে রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ রাজ্য সভাপতিকে গৃহবন্দি করে রেখেছে। পুলিশের এই ভূমিকার প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি । অন্যদিকে তৃণমূলে বক্তব্য-সুকান্তবাবু আগুনে ঘৃতাহুতি দেওয়ার জন্যই যেতে চাইছিলেন তাই তাকে আটকানো হয়েছে মাত্র। বিজেপি-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার আর কি কি বলেছেন শোনাবো-

ফোর্টিন টাইম লাইন রায়গঞ্জ

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close