Malda : পারিবারিক অশান্তির জেরে রেল লাইনে মাথা মাধবীর

আরও পড়ুন

সাংসারিক অশান্তির জেরে রেল লাইনে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মালদার শ্রীপুর হল্টের এক কিলোমিটার দূরে। সূত্রের খবর মৃতার নাম মাধবী মুসহর(২১) বাড়ি রতুয়া থানার ঝগড়াপাথার এলাকায়। রেলপুলিশ জানায়, মৃতার সংসারে তার তিনবছরের একটি পুত্র সন্তানও রয়েছে । প্রসঙ্গত, মাধবী মুসহরের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় তিন কিমি দূরে।

অন্যদিকে এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসেন মৃতার শশুর। যদিও তিনি এই বিষয়ে মুখ খুলতে নারাজ। রেলপুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।অন্যদিকে আত্মহননের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা। এ বিষয়ে প্রতিবেশী প্রবীণ নাগরিক কি বলেছেন শুনব-

পারিবারিক ঝামেলাতেই কোলের শিশু সন্তানকে রেখে মাধবীর আত্মহত্যা নাকি অন্যকোনও কারণ লুকিয়ে রয়েছে , তা খতিয়ে দেখছে পুলিশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close