কোভিড কালে রক্তের সঙ্কট মেটাতে সাধারন মানুষকে রক্তদানে উৎসাহিত করতে মালদা থেকে দিল্লীর ইন্ডিয়া গেট পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহনকারী যুবকদের বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জের তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্যানী। এদিন রায়গঞ্জ শহরের মোহনবাটিতে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে ৪৬ দিনের সুদীর্ঘ পদযাত্রায় সামিল যুবকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই অনুষ্ঠানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী কি বললেন শুনব –
উল্লেখ্য রক্তদানে সাধারন মানুষকে উৎসাহিত করতে গত ২৪ মার্চ মালদার তিন যুবক আলমগীর, হিমাংশু এবং কাইফ হোশেন মালদা থেকে পদযাত্রা শুরু করেন। সম্প্রতি মালদা থেকে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ হয়ে দিল্লির ইন্ডিয়া গেট পৌঁছান তাঁরা। তাঁদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। সমগ্র এই অনুষ্ঠানে পদযাত্রায় অংশগ্রহণকরী যুবক আলমগীর কি বলছেন শুনব –