Raiganj : গোবর্ধন উৎসব চলছে রায়গঞ্জের ইসকনে

আরও পড়ুন

বুধবার রায়গঞ্জ তথা সমগ্র বিশ্বে ইসকন মন্দিরে পালিত হচ্ছে গিরি গোবর্ধন মহতী উৎসব। গিরি গোবর্ধন পুজো আবার অন্নকূট নামেও পরিচিত। এদিন রায়গঞ্জের ইসকন মন্দিরে ভক্ত বৃন্দের সমাগম ছিল লক্ষ্য করার মত। কৃষ্ণ নাম, গিরি গোবর্ধনের কথা তথা হরি নাম সংকীর্তনে মন্দির প্রাঙ্গণটি টানবে যেকোন কৃষ্ণ ভক্তকেই। পরবর্তীতে ভোগ আরতি করে অন্নকূট প্রসাদ ঈশ্বরের কাছে নিবেদন করে তুলে দেওয়া হয় ভক্ত বৃন্দ দের হাতে।

প্রায় ৩০০জন ভক্তবৃন্দ কে কুপনের মাধ্যমে ভোগ দেওয়া হবে বলে জানান রায়গঞ্জ ইসকন মন্দিরে র সাধারণ সম্পাদক চন্দন ঘোষ।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close