বালুরঘাটে আয়োজিত রাজ্য যোগাসন প্রতিযোগিতায় প্রভূত সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ‘রায়গঞ্জ যোগা অ্যাকাডেমি’। সংশ্লিষ্ট অ্যাকাডেমির ২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে অনেকেই পুরস্কৃত হন।
পাশাপাশি দু’জন প্রতিযোগী রাজ্য চ্যাম্পিয়নও হন। রায়গঞ্জ যোগা অ্যাকাডেমির প্রতিযোগিদের এই সাফল্যে খুশীর হাওয়া এলাকার ক্রীড়া মহলে। এবিষয়ে যোগ প্রশিক্ষক অরূপ সাহা কি বলেছেন শোনাব-
গত ২২ এবং ২৩ মে দক্ষিণ দিনাজপুর জেলার একটি অগ্রণী সংস্থা আয়োজিত রাজ্যস্তরের যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাজ্যের প্রায় সবক’টি জেলা থেকে যোগা প্রতিযোগিরা অংশগ্রহণ করেছিলেন রাজ্যস্তরের সেই যোগা প্রতিযোগিতায়। উত্তর দিনাজপুর জেলার ” রায়গঞ্জ যোগা অ্যাকাডেমি ” র তরফে ২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বহু বিভাগেই প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করার পাশাপাশি দৃষ্টি পাল এবং শুভদীপ দাস নামে দুই প্রতিযোগী রাজ্য চ্যাম্পিয়ানের শিরোপা অর্জন করেন। সেইসঙ্গে দ্বিতীয় স্থান পান শ্রেষ্ঠা চক্রবর্তী। শুনুন তাঁর কথা-