বুধবার সকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জের রূপাহারের ঘুঘুডাঙা এলাকায়। যাত্রীবোঝাই বাসটি রাস্তার পাশে থাকা একটি কারখানার টিনের শেড ভেঙে ভেতরে ঢুকে যায়। এর ফলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এক জনের।আহত হয় অনেকেই। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ এবং দমকলবাহিনী।
স্থানীয় সূত্রে খবর, কলকাতার ধর্মতলা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করা ওই যাত্রীবোঝাই বাসটি ঘুঘুডাঙ্গা এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও বাসের গতি বেড়ে গিয়ে সজোরে একটি কারখানায় ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে গুঁড়ো হয়ে যায় বাসটির সামনের অংশ। এই দুর্ঘটনায় হৈচৈ শুরু হয় এলাকায় ও ছুটে আসেন স্থানীয় মানুষ। প্রথমে উপস্থিত জনতাই উদ্ধারের কাজ শুরু করেন।পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। উদ্ধার কাজ শুরু হলে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারীদের অনুমান, বাসের সিটের নিচে চাপা পরে আছে আরও অনেকেই। কি কারণে এমন ঘটনা তা স্পষ্ট জানা যায়নি।
ফোর্টিন টাইমলাইন, রূপাহার, রায়গঞ্জ।