লরির সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর, আহত আরও ২। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ফরেস্ট মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ওই যুবকের নাম শুভ বর্মন, বয়স ২৫ বছর। পুলিশ ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে।
সূত্রের খবর, রায়গঞ্জ থানার ফরেস্ট মোড়ের পাশের এলাকা মনিপাড়ায় সোমবার রাতে পাটের গুদামে আগুন লাগার ঘটনায় জাতীয় সড়কে যানবাহন চলাচল সংকীর্ণ হয়ে পড়ে। সেই রাতেই রায়গঞ্জের দিক থেকে একটি মোটর বাইক দ্রুত গতিতে আসতে থাকে। পেছন থেকে একটি লরি এসে সেই বাইকে ধাক্কা মারায় রাস্তায় পড়ে বাইক আরোহীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্মরত চিকিৎসকেরা তাদের মধ্যে একজনকে দেখে মৃত বলে ঘোষণা করেন। আহত ওই দু’জন এখন য়গঞ্জ মেডিকেল কলেজে ও হাসপাতালেই চিকিৎসাধীন।
রায়গঞ্জের ফরেস্ট মোড় থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।