রবিবার ভোরে রায়গঞ্জের কসবা এলাকায় তুলসীতলায় মুখোমুখি দুই দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হ’ল ১ জনের, আহত হয়েছেন ২৭। জানা গেছে- রবিবার ভোর ৫টা নাগাদ রায়গঞ্জ থেকে মালদাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। এরপরই এই ঘটনায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসাপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ও গুরুতর চোট থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা। জানা যায়, তাদের প্রত্যেকের বাড়ি রায়গঞ্জের বড়ুয়ার ১২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়, মূলত তারা শ্রমজীবী মানুষ, পেটের দায়ে তারা মালদায় কালোমান্ডিতে যাচ্ছিলেন ধান কাটতে, আর যাওয়ার পথেই এরকম বড়সর দুর্ঘটনার মুখে পড়েন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তুলসীতলা থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।