Raiganj: আপনার দরজায় বিধায়ক কর্মসূচির ১২ দিন, এলাকা চষছেন কৃষ্ণ

আরও পড়ুন

রায়গঞ্জ বিধানসভার বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর, ঝিটকিয়া, লহুজগ্রাম-সহ বিভিন্ন
গ্রামে ঘুরলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। কৃষ্ণবাবাবুর ‘দুয়ারে আপনার বিধায়ক’ কর্মসূচির আজ ১২তম দিন। এমন কাজে গিয়ে তিনি শঙ্করপুর গ্রামের এক প্রতিবন্ধী ব্যাক্তিকে হুইল চেয়ার প্রদান করেন। পাশাপাশি গ্রামবাসীদের বিভিন্ন অভাব-অভিযোগ, সমস্যার কথা শোনেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। দুয়ারে আপনার বিধায়ক কর্মসূচি এদিন বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রাম থেকে শুরু করে ঝিটকিয়া লহুজগ্রাম-সহ প্রায় ১২কিলোমিটার হেঁটে সাধারণ গ্রামবাসীদের কথাগুলি শুনে তাদের সমস্যাগুলি ঘটনাস্থলেই সমাধানের চেষ্টা করেন। তিনি একটি মাস্টারপ্ল্যান তৈরি করে জলনিকাশী ব্যবস্থার পাকাপাকি সমাধান করতে চান। বিধায়ক শ্রী কল্যাণী আর কি কি বলেছেন শুনব-

ফোর্টিন টাইম লাইন, রায়গঞ্জ

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close