আজ, শুক্রবার ১৪ এপ্রিল। আজ ভারতের সংবিধান রচয়িতা ডাঃ বি.আর.আম্বেদকরের ১৩২তম জন্ম বার্ষিকী উৎসব। সেই উপলক্ষ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সী হলে মহাসমারোহে এই দিনটি উদযাপিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জ্যোৎস্না কুমার মন্ডল, অধ্যাপক তাপস মণ্ডল, অধ্যাপক বাবুলাল বালা, অধ্যাপক বরেন্দ্রনাথ গিরি-সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মীবৃন্দ ও পড়ুয়ারাও। প্রথমে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর মঞ্চে উপস্থিত সকলকে বরণ করে নেওয়ার পর একক সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।