Raiganj: নিয়োগ দুর্নীতিতে চাকরি খোয়াচ্ছেন উত্তর দিনাজপুরের ৪০ জন !

আরও পড়ুন

নিয়োগ দুর্নীতির মামলায় প্রাথমিক পর্যায়ে এ রাজ্যের ২৬৯ জন এর চাকরি যেতে বসেছে। যার মধ্যে হুগলির ৬৮ জন। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ৪০ জন শিক্ষক- শিক্ষিকা চাকরি হারাচ্ছেন। কোচবিহারের ৩২ জন, নদিয়ার ১৪ জন, বর্ধমানের ১৭ জন, বাঁকুড়ার ১১, হাওড়ার ১২ জন, এছাড়াও বাকি জেলাগুলির নামও । ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দফতর থেকে জেলা শিক্ষা দফতরগুলিকে লিখিতভাবে এই আদেশ জারি করেছে। অবৈধ নিয়োগ দুর্নীতির মামলায় ২৬৯জন শিক্ষক-শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয়। এই নির্দেশের পরই রাজ্য শিক্ষা দফতর থেকে উত্তর দিনাজপুর জেলার ৪০ জন শিক্ষক-শিক্ষকাকেও বরখাস্তের ভাবনাচিন্তা শুরু হয়েছে বলেই খবর ।

প্রসঙ্গত, সোমবার বিকেলে কলকাতায় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন-২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) হয়। সেখান থেকে ২৬৯ জন প্রার্থীকে ২০১৭ সালে এক নম্বর করে বৃদ্ধি করে একটি নিয়োগ তালিকা তৈরি করে চাকরি দেওয়া হয় বলে অভিযোগ। আইনজীবী বিক্রমবাবু আরও বলেন, যদি ২৬৯ জন চাকরিপ্রার্থীর এক নম্বর করে বাড়ে সে ক্ষেত্রে কেনও বাকি ২৩ লক্ষ পরীক্ষার্থীর নম্বর বাড়বে না।

যদিও পিডিএফ করা প্রাইমারি স্কুলে চাকরি খোয়াতে বসা শিক্ষক-শিক্ষিকাদের নাম এবং রোল নম্বর যাচাই করেনি ‘টাইমস ফোর্টিন বাংলা’। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ায় রাজ্যজুড়ে হৈচৈ শুরু হয়েছে।

ফোর্টিন ওয়েব ডেস্ক, কলকাতা ও ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close