Raiganj : শহীদ দিবসে যোগ দিতে কলকাতায় যাচ্ছেন ৫ সাইকেল আরোহী

আরও পড়ুন

আগামী ২১ জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। নিত্যনতুন পরিকল্পনা নিয়ে এই কর্মসূচি সফল করতে উদ্যোগী হয়েছে জেলা নেতৃত্ব। এরই অঙ্গ হিসেবে এবারে ধর্মতলায় শহীদ দিবস কর্মসূচিতে যোগ দিতে রবিবার রায়গঞ্জ থেকে সাইকেলে চেপে রওনা হলেন ৫ জন তৃণমূল কর্মী। রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি-র চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। রবিবার সকালে রায়গঞ্জে অবস্থিত বিধায়কের দলীয় কার্যালয় থেকে কলকাতার উদ্দেশে রওনা হন ৫ তৃণমূল কর্মী। তাদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রায় ৪০৫ কিমি পথ পাড়ি দিয়ে আগামী ২১ তারিখ ধর্মতলায় পৌঁছবেন এই ৫জন। শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্বকে স্মরণীয় করে রাখতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণবাবু। সাইকেলে চেপে শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ পেয়ে খুশী তৃণমূল কর্মীরা।

ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close