বুধবার বেলা এগারোটায় রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন রাস্তার প্রস্তাবিত উড়ালপুল নির্মাণের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি দল আসেন । সেইসঙ্গে কালিয়াগজ্ঞ স্টেশনের পরিকাঠামো আধুনিকিকরনের জন্য পরিদর্শন করেন। কিছু অসুবিধে থাকলেও রায়গঞ্জের যানজট নিরসনের লক্ষ্যে ওভার ব্রিজ নিয়েও আলোচনা হয়। রাজনৈতিক সংগঠন, বণিক সংগঠন সহ সাধারণ মানুষ প্রত্যাশায় ছিলেন কবে এই সমস্যা থেকে শহর মুক্তি পাবে। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী আশাবাদী- খুব শীঘ্রই রায়গঞ্জ শহর যানজট মুক্ত হতে চলছে।
রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, বেশ কিছু প্রস্তাব তাদের দেওয়া হয়েছে, তারা সব প্রস্তাবগুলি বিবেচনা করে আগামীতে কাজ শুরু করতে পারেন।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।