Raiganj : মানসিক অবসাদের জেরে আত্মঘাতী চিকিৎসক

আরও পড়ুন

চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ-এর সুদর্শনপুর এলাকায়। মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত ওই চিকিৎসকের নাম অভিজিৎ ভৌমিক, বয়স ২৯। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পরিবার সূত্রে খবর, ‘এমবিবিএস’ ডাক্তার অভিজিৎ ভৌমিক ২০১৯ সাল পর্যন্ত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলেন। কিন্তু আচমকাই তিনি মানসিক অবসাদে ভুগতে থাকার কারনে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে সময় কাটাতে থাকেন। চিকিৎসা চালাচ্ছিলেন পরিবারের সদ্যসরা।

রবিবার স্থানীয়রা অভিজিৎবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান। তড়িঘড়ি গিয়ে উদ্ধার করা হয় চিকিৎসক অভিজিৎ ভৌমিকের ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ।মৃতদেহটিকে উদ্ধার করে পুলিশ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close